সদস্যপদ বাতিল ! যন্তর মন্তরে বিক্ষোভ

ডিএনএ পরীক্ষা করার দাবিতে বিক্ষোভ হয়।

author-image
Adrita
New Update
g

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির যন্তর মন্তরে YSRCP নেতা বিজয় সাই রেড্ডির বিরুদ্ধে তার সংসদের সদস্যপদ বাতিল এবং তার ডিএনএ পরীক্ষা করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।

YSRCP will win 150 seats: Vijay Sai Reddy

নির্যাতিতার স্বামী মদন মোহন মণিপট্টি বলেছেন, " তারা আমার স্ত্রীকে ধরে নিয়ে গেছে এবং তাদের একটি অবৈধ সন্তান হয়েছে। আমার স্ত্রী অন্ধ্রপ্রদেশ সরকারের একজন সহকারী কমিশনার হিসেবে কাজ করছেন। বিজয় সাই রেড্ডি রাজ্যসভার সদস্য। অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে তারা আমার স্ত্রীর কাছ থেকে হাজার কোটি টাকার বেশি জমি দখল করেছে। ''

বিক্ষোভকারীদের দাবী যে, বিজয় সাই রেড্ডির ডিএনএ পরীক্ষা ক্রাতে হবে নতুবা তাকে রাজ্যসভা থেকে সরিয়ে দিতে হবে।