শিখ নেতা হত্যা! ভারত-কানাডা, চরম উত্তেজনা

শিখ নেতা হত্যার ঘটনায় অবনতির পথে ভারত-কানাডা সম্পর্ক।

k,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার বলেছেন, ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের সম্ভাব্য যোগসূত্র থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ খতিয়ে দেখছে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো। ভারত সরকার এখনও এই অভিযোগের জবাব দেয়নি। এই অভিযোগগুলো সম্ভবত ভারত-কানাডা সম্পর্ককে আরও খারাপ করবে, যা কানাডায় ক্রমবর্ধমান খালিস্তানি কার্যকলাপের কারণে ইতিমধ্যে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 

হাউস অব কমন্সে এক জরুরি বিবৃতিতে ট্রুডো বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো ভারত সরকারের এজেন্টদের সঙ্গে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকার বিশ্বাসযোগ্য অভিযোগের তদন্ত করছে।'