নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কুরুচিকর মন্তব্যের জন্যে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। রেখা শর্মার এই দায়িত্ববোধকে সমর্থন জানিয়েছে তৃণমূল। তবে একই সাথে ফের একবার উঠে এল মোদির ‘দিদি ও দিদি’ প্রসঙ্গ।
এদিন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে রেখা শর্মার পোস্টকে ট্যাগ করে উল্লেখ করে লেখেন, “ইন্ডিয়া জোটের সকল মহিলা সাংসদরা ট্যাগ করুন। যখন প্রধানমন্ত্রী মোদী রাস্তার গুন্ডাদের মতো "দিদি ও দিদি" স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছিলেন, তখন মহিলা কমিশনের চেয়ারপার্সন কোথায় ছিলেন? এই প্রতিবাদ তখন কেন করেননি? কোনও সাহস না দেখানো কিংবা নীরব থাকার জন্যেই কি রেখা শর্মাকে চেয়ারপার্সনের পদটা উপহার দিয়েছে বিজেপি!”
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
নীতীশ কুমারের মন্তব্য, ঘুরিয়ে সমর্থন তৃণমূলের?
ফের একবার উঠে এল মোদির ‘দিদি ও দিদি’ প্রসঙ্গ।
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কুরুচিকর মন্তব্যের জন্যে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। রেখা শর্মার এই দায়িত্ববোধকে সমর্থন জানিয়েছে তৃণমূল। তবে একই সাথে ফের একবার উঠে এল মোদির ‘দিদি ও দিদি’ প্রসঙ্গ।
এদিন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে রেখা শর্মার পোস্টকে ট্যাগ করে উল্লেখ করে লেখেন, “ইন্ডিয়া জোটের সকল মহিলা সাংসদরা ট্যাগ করুন। যখন প্রধানমন্ত্রী মোদী রাস্তার গুন্ডাদের মতো "দিদি ও দিদি" স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছিলেন, তখন মহিলা কমিশনের চেয়ারপার্সন কোথায় ছিলেন? এই প্রতিবাদ তখন কেন করেননি? কোনও সাহস না দেখানো কিংবা নীরব থাকার জন্যেই কি রেখা শর্মাকে চেয়ারপার্সনের পদটা উপহার দিয়েছে বিজেপি!”