BREAKING: তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের ঘোষণা করলো কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) !

এবার তুর্কি আর আজারবাইজানকে বয়কট করার ডাক দিল ভারতীয় ব্যবসায়ী সংগঠন।

author-image
Debjit Biswas
New Update
ERDOGAN

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন এবং যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করার গুরুতর অভিযোগে,  তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের ঘোষণা করলো কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হওয়া কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর জাতীয় বাণিজ্য সম্মেলনে, দেশের ১২৫টিরও বেশি শীর্ষ ব্যবসায়ী সংগঠন এই বিষয়ে সম্পূর্ণ একমত হয়ে জানায় যে, ভারতের ব্যবসায়ী সমাজ তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সমস্ত ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করবে। ট্র্যাভেল ও ট্যুরিজমসহ সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রই এই বয়কটের আওতায় আসবে। এই সংস্থা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকেও ওই দুই দেশে শুটিং না করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, যদি কোনও ছবি এই দুই দেশে শুট করা হয়, তবে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ সেই ছবি বয়কট করবে। কোনও কর্পোরেট সংস্থাকেও ওই দেশে কোনও পণ্যের প্রোমোশন করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।