''কেজরিওয়ালের সমস্ত কেলেঙ্কারি সামনে আনবে ক্যাগ রিপোর্ট !'' দাবি করলেন সিরসা

কেন এমন দাবি করলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
manjinder singh sirsaqq3.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভায় উপস্থাপিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই কেজরিওয়ালকে তোপ দাগলেন মনজিন্দর সিং সিরসা। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''এই ক্যাগ রিপোর্টের মাধ্যমে কেজরিওয়ালের যাবতীয় দুর্নীতি সকলের সামনে আসবে। বিশেষ করে লিকার কেলেঙ্কারির বিষয়টি সকলে জানতে পারবে। এছাড়াও তিনি বলেন, ''বিগত তিন বছরে কেজরিওয়াল সরকারই ছিল একমাত্র এমন একটি সরকার, যার সময়কালে বিরোধী দলকে হাই কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, ক্যাগ রিপোর্ট উপস্থাপিত করানোর জন্য।'