/anm-bengali/media/media_files/zkNVSLDUfCLuMUiFgj6b.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভায় উপস্থাপিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই কেজরিওয়ালকে তোপ দাগলেন মনজিন্দর সিং সিরসা। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''এই ক্যাগ রিপোর্টের মাধ্যমে কেজরিওয়ালের যাবতীয় দুর্নীতি সকলের সামনে আসবে। বিশেষ করে লিকার কেলেঙ্কারির বিষয়টি সকলে জানতে পারবে। এছাড়াও তিনি বলেন, ''বিগত তিন বছরে কেজরিওয়াল সরকারই ছিল একমাত্র এমন একটি সরকার, যার সময়কালে বিরোধী দলকে হাই কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, ক্যাগ রিপোর্ট উপস্থাপিত করানোর জন্য।'
#WATCH | Delhi: On the CAG report to be tabled in the Delhi Assembly today, Delhi Minister Manjinder Singh Sirsa says, "The CAG report will expose the scams of Arvind Kejriwal's government. It will expose the liquor scam. This is the first government in the last 3 years in which… pic.twitter.com/U3woaZqTon
— ANI (@ANI) February 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us