New Update
/anm-bengali/media/media_files/UeOWD1gksryE0IXQJuyk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় দুর্ঘটনার কবলে ক্যাবিনেট মন্ত্রী। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের স্বামী এবং উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী আশিস প্যাটেল (Ashish Patel) বুধবার দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আশিস প্যাটেলের হাত ও পায়ে আঘাত লেগেছে।
/anm-bengali/media/post_attachments/zQDwbEtYINrUXwv49EbW.jpg)
বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। প্রয়াগরাজ থেকে মির্জাপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আশিস প্যাটেল আপনা দল (এস) এর কার্যকরী সভাপতি এবং যোগী সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us