উপনির্বাচন: ৭ রাউণ্ড শেষে মাত্র ৭ টি ভোট- চরম হারের মুখে বিরোধী প্রার্থী- হাসি চওড়া হচ্ছে আম আদমি পার্টির

হাসি চওড়া হচ্ছে ভগবন্ত মান ও কেজরিওয়ালের মুখে।

author-image
Aniket
New Update
mann kejriwall

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এই আসন থেকে বর্তমানে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির সঞ্জীব অরোরা। ইতিমধ্যেই গণনা শেষ হয়েছে ৭ রাউণ্ডের। তবে ৭ রাউণ্ড শেষে মাত্র ৭ টি ভোট পেয়ে চরম পিছিয়ে রয়েছে বিরোধী প্রার্থী ইঞ্জিনিয়ার পরমজিৎ সিং ভরজ। অপরদিকে গণনা যত এগোচ্ছে বিরোধীদের পেছনে ফেলে ততই এগিয়ে যাচ্ছে আপ।