New Update
/anm-bengali/media/media_files/2025/06/23/mann-kejriwall-2025-06-23-12-01-52.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এই আসন থেকে বর্তমানে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির সঞ্জীব অরোরা। ইতিমধ্যেই গণনা শেষ হয়েছে ৭ রাউণ্ডের। তবে ৭ রাউণ্ড শেষে মাত্র ৭ টি ভোট পেয়ে চরম পিছিয়ে রয়েছে বিরোধী প্রার্থী ইঞ্জিনিয়ার পরমজিৎ সিং ভরজ। অপরদিকে গণনা যত এগোচ্ছে বিরোধীদের পেছনে ফেলে ততই এগিয়ে যাচ্ছে আপ।
/anm-bengali/media/post_attachments/1505e58b-3fe.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us