লাইনে দাঁড়িয়ে নয়, টিকিট কাটুন এবার হোয়াটস অ্যাপে

অনলাইন বুকিংয়ের সুবিধা থাকলেও সার্ভার ডাউন থাকলে সেই লাইনে দাঁড়িয়েই কাটতে হয় টিকিট। তবে, সুখবর হল এই যে এবার টিকিট কাটা যাবে হোয়াটস অ্যাপে। যদিও এই সুবিধা পাবেন একমাত্র মেট্রোর নিত্য যাত্রীরাই।

author-image
Pallabi Sanyal
New Update
whats app

নিজস্ব সংবাদদাতা : সকালে বাড়ি থেকে বেরনোর পর হোক কিংবা অফিস ফেরত সময়ে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখলেই মেজাজটা যায় বিগড়ে। একেই গন্তব্যে পৌঁছনোক তাড়া থাকে, তার ওপর লাইন দিয়ে টিকিট কাটতে হলে আরো কিছুক্ষণ সময় নষ্ট। যার পরিণতি হল লেট ফাইন। সোজা ভাষায় বলতে গেলে বেতনে কোপ পড়ে। অনলাইন বুকিংয়ের সুবিধা থাকলেও সার্ভার ডাউন থাকলে সেই লাইনে দাঁড়িয়েই কাটতে হয় টিকিট। তবে, সুখবর হল এই যে এবার টিকিট কাটা যাবে হোয়াটস অ্যাপে।  যদিও এই সুবিধা পাবেন একমাত্র মেট্রোর নিত্য যাত্রীরাই। ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটি।  হোয়াটস অ্যাপে টিকিট কেটে মেট্রোয় ওঠার সুবিধা রয়েছে একমাত্র চেন্নাইতে। চেন্নাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (CMRL) চেন্নাইয়ের মেট্রো যাত্রীদের জন্য টিকিট বুকিং আরো সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে। চেন্নাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড Carrix-এর সঙ্গে সহযোগিতায় একটি WhatsApp চ্যাটবট-ভিত্তিক QR টিকিটিং পরিষেবা চালু করেছে। সুবিধাটি পেতে হলে প্রথমে  +91 83000 86000- নম্বর এ “Hi” মেসেজ পাঠাতে হবে যাত্রীকে। স্ক্যান করা যাবে  QR কোড । এরপর যাত্রা সম্পর্কিত যে অপশন গুলি দেখাবে, নিজের সুবিধা মতো সেই ভাবে ধাপে ধাপে এগিয়ে গেলেই টিকিট কাটা সম্পন্ন হবে।