আর নেই চিন্তা, পেট্রোল-ডিজেল হবে ৬.৫% সস্তা! করতে হবে এই কাজ

বর্তমানে ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের চাহিদা। সেই সঙ্গে বাড়ছে জ্বালানির দামও। রয়েছে এমন একটি উপায় যেটি আপনার জ্বালানির দামের চিন্তাকে অনেকটাই কমিয়ে দেবে।

New Update
petrol

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) চাহিদা। সেই সঙ্গে বাড়ছে জ্বালানির দামও (Fuel Price)। রয়েছে এমন একটি উপায় যেটি আপনার জ্বালানির দামের চিন্তাকে অনেকটাই কমিয়ে দেবে। IDFC FIRST Bank, HPCL এবং RuPay-র সহযোগিতায় একটি কো-ব্র্যান্ডেড ফুয়েল ক্রেডিট কার্ড (Co-Branded Fuel Credit Card) চালু করেছে। ৬.৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় পাওয়া যাবে। ১,০০০ টাকার পেট্রোল-ডিজেল কিনলে ৬৫ টাকা লাভ হবে। ব্যবহারকারীরা HP Pay অ্যাপের মাধ্যমে পেট্রোল এবং ডিজেল কেনার ক্ষেত্রে ৬.৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় পাবেন।