/anm-bengali/media/media_files/Q3bYGEOhdktX0ADWzKDv.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাস টার্মিনালে তখন প্রতীক্ষিত একাধিক যাত্রী। গন্তব্যে যাওয়ার জন্যে কিংবা কেউ অন্য গন্তব্যে যাবে তাঁকে ছাড়ার জন্যে টার্মিনালেই বসে অপেক্ষা করছে সাধারণ মানুষ। আর সেই সময়ই চলমান বাস উঠে পড়ল টার্মিনালে! সঙ্গে সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
যা জানা যাচ্ছে, গতকাল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ঘটে এই দুর্ঘটনা। আজ প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার মুহুর্তের সিসিটিভি ফুটেজ। যা সত্যিই হাড়হিম করে দেওয়ার মত! ঘটনা পন্ডিত নেহেরু বাস স্ট্যান্ডের। অন্ধ্র প্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস সেই সময় টার্মিনাসের কাছেই দাঁডিয়ে ছিল। টার্মিনাসে তখন বহু যাত্রী তাঁদের বাসের জন্যে অপেক্ষা করছিল। সেই সময় আচমকায় বাসটি স্টার্ট নিতেই যাত্রীদের বসে থাকার স্থানে উঠে পড়ে। তৎক্ষণাৎই বাসের তলায় চাপা পড়ে প্রাণ হারান এক মহিলা সহ তিনজন। আহত হয়েছেন একাধিক। এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে APSRTC। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও -
#WATCH | Andhra Pradesh: Three people were killed after being run over by an Andhra Pradesh State Road Transport Corporation (APSRTC) bus at Pandit Nehru Bus Station in Vijayawada yesterday.
— ANI (@ANI) November 7, 2023
(CCTV visuals source: APSRTC) pic.twitter.com/xeRBI1FMIO
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us