New Update
/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ অন্ধ্রপ্রদেশের এলুরু (Eluru) থেকে হায়দ্রাবাদগামী একটি বেসরকারি বাস মাঝপথে উল্টে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অনেকেই সামান্য আঘাত পেয়েছেন। অন্ধ্রপ্রদেশের ধর্মাজিগুডেম থানার সাব-ইন্সপেক্টর ভেঙ্কান্না এই খবর নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনার বিষয়ে সাব-ইন্সপেক্টর ভেঙ্কান্না জানিয়েছেন যে,''দুর্ঘটনাস্থল থেকে উল্টে যাওয়া বাসটিকে সরানোর জন্য পুলিশ ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/96ug3uZAxEq1Bvk9UiLE.jpg)
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us