/anm-bengali/media/media_files/1000061382.jpg)
নিজস্ব সংবাদদাতা : মধ্য প্রদেশের গোয়ালিয়রের পদাব থানা (Padav Police Station) এলাকায় এক মহিলাকে ধর্ষণের ঘটনায় অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে গোয়ালিয়র পুলিশ। পুলিশ সুপার (এসপি) রবিন জৈন এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নির্যাতিতা মহিলাটি একটি ট্রাভেল কোম্পানির বাসে শিবপুরী থেকে গোয়ালিয়রে এসেছিলেন। যেহেতু তাঁকে প্রায়শই শিবপুরী যাতায়াত করতে হয়, তাই তিনি বাসের কন্ডাক্টর বিষ্ণু ওঝার (Vishnu Ojha) সঙ্গে নিজের ফোন নম্বর আদান-প্রদান করেছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061381.jpg)
গোয়ালিয়রে পৌঁছানোর পর যখন ওই মহিলাটি ভিণ্ড (Bhind)-এর বাসের খোঁজে ছিলেন, সেই সুযোগেই অভিযুক্ত কন্ডাক্টর বিষ্ণু ওঝা তাঁকে ফোন করে বাসটি যেখানে অপেক্ষা করছিল, সেই নির্জন স্থানে ডেকে পাঠান। এরপর তিনি জোর করে ওই মহিলাকে বাসের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পুলিশ সুপার রবিন জৈন জানান, "রাত প্রায় ১০:৩০টা নাগাদ ওই নির্যাতিতা নিজেই ফোন করে পুলিশকে এই ধর্ষণের খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসের কাছে ওই মহিলাকে দেখতে পায়।"
ওই মহিলা পুলিশকে তাঁর ওপর হওয়া নির্যাতনের ঘটনাটি জানান এবং অভিযুক্তের চেহারার বিবরণ দেন। সেই বিবরণের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযুক্ত বাস কন্ডাক্টরকে আটক করে।
ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us