Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/bebPoZ2cund4H1jTWWMd.jpeg)
নিজস্ব প্রতিনিধি: পুরী থেকে পশ্চিমবঙ্গ ফিরে আসার সময়ে ওড়িশার জাজপুরে ভয়ানক বাস দুর্ঘটনা ঘটল। জানা গেছে যে এই ঘটনায় ৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে।
জাজপুর বাস দুর্ঘটনায় আহত ৩২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এদের মধ্যে বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ২০ জন স্বল্প আঘাতপ্রাপ্ত হয়েছে। ৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে যারা পুর্ব মেদিনীপুরের বাসিন্দা। কাল রাতে এই ঘটনা ঘটে। ন্যাশনাল হাইওয়ে ১৬-র বারবাটি সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবোঝাই বাস উল্টে যায়, অনুমান পুলিশের।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us