BREAKING: মাঝ আকাশে বিমানে পোড়া গন্ধ ! সঙ্গে সঙ্গে নেওয়া হল এই সিদ্ধান্ত.......

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Air india

নিজস্ব সংবাদদাতা : এবার মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI639-এর কেবিনে হঠাৎ করেই পোড়া গন্ধ পাওয়ার পর,সঙ্গে সঙ্গে ওই বিমানটিকে সতর্কতামূলকভাবে মুম্বাই বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “ফ্লাইটটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করেছে এবং যাত্রীদের যাত্রা সম্পূর্ণ করার জন্য, অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই অপ্রত্যাশিত বিঘ্নের কারণে যাতে যাত্রীদের অসুবিধা কম হয়, সেজন্য মুম্বাইয়ের সমস্ত সহকর্মীরা তাদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করেছেন।” বিমানে এই পোড়া গন্ধের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Air India