New Update
/anm-bengali/media/media_files/YZYh9lTo9us74FdHg0gS.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছর স্বাধীনতা দিবসে দুবাইয়ের বুর্জ খলিফায় জ্বলজ্বল করতে দেখা যায় ভারতের পতাকা। সেই ছন্দে ছেদ পড়ল না এবারেও। ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুউচ্চ বুর্জ খলিফায় ফুটে উঠল জাতীয় পতাকার রঙ।
#WATCH | United Arab Emirates: Burj Khalifa illuminated in colours of the Tricolour on #IndependenceDay. pic.twitter.com/WKVWzRrapq
— ANI (@ANI) August 15, 2023
উল্লেখ্য, চলতি বছরে পাকিস্তানের স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় দেখানো হয়নি পাকিস্তানি পতাকার প্রতিচ্ছবি। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেদেশের নাগরিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us