/anm-bengali/media/media_files/RoBpNW47qVEza8VSr5ac.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বার্গারে আর থাকবে না টমেটো। জানিয়ে দিল ম্যাকডোনাল্ডস। দেশে টমেটোর দাম (Tomato Price Hike) যে হারে বাড়ছে তাতে টমেটো ছাড়াই পরিবেশন করা হবে খাবার, নোটিশ জারি করল ফাস্ট-ফুড সেন্টার ম্যাকডোনাল্ডস। দিল্লিতে একটি ম্যাকডোনাল্ডসের দোকানে এই নোটিশ জারি করা হয়েছে।
গত শুক্রবার আদিত্য সাহা নামে একজন টুইটার ব্যবহারকারী দিল্লিতে ম্যাকডোনাল্ডস স্টোরের ভেতরে লাগানো একটি নোটিশের ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, "দিল্লির ম্যাকডোনাল্ডস এই নোটিশ দিয়েছে। এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে, ম্যাকডোনাল্ডসও আর টমেটো কিনতে পারছে না।"
এদিকে ম্যাকডোনাল্ডসের উত্তর পূর্ব অঞ্চলের এক মুখপাত্র জানান, টমেটো থাকছে না বলে খাবারের গুণমান হ্রাস পাবে না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে, টমেটো কেনা সম্ভব হচ্ছে না। তাই আপাতত টমেটো ছাড়াই ম্যাকডোনাল্ডস খাবার পরিবেশন করবে বলে জানিয়েছেন তিনি।
🚨Mcdonalds,Delhi put up this notice!
— Aditya Shah (@AdityaD_Shah) July 7, 2023
Even Mcdonalds cannot afford tomatoes now!😂😂 pic.twitter.com/cn1LkoQruf
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us