উত্তর প্রদেশে বুলডোজার ! সমাজবাদী পার্টির নেতার সম্পত্তি গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ

কেন এই পদক্ষেপ ?

author-image
Debjit Biswas
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশে আরও একবার বিতর্কিত বুলডোজার পদক্ষেপের ঘটনা ঘটল। রাজ্যের বেরিলি (Bareilly) শহরে সমাজবাদী পার্টির (SP) নেতা সরফরাজ ওয়ালী খান-এর একটি সম্পত্তি আজ গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মাওলানা তৌকির রজা-র ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত সরফরাজ ওয়ালীর বিরুদ্ধে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ।

কর্তৃপক্ষ এই সম্পত্তি ভাঙার প্রশাসনিক কারণ হিসেবে অবৈধ নির্মাণ বা সরকারি জমি দখলের অভিযোগ এনেছে। তবে রাজনৈতিক মহলে এই পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন উঠেছে।

নেতার পরিচয়: সরফরাজ ওয়ালী খান সমাজবাদী পার্টির একজন নেতা।

bulldozer

যোগসূত্র: তিনি সম্প্রতি সহিংসতা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রভাবশালী ধর্মীয় নেতা মাওলানা তৌকির রজা-এর ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়।

মাওলানা তৌকির রজা-কে 'আই লাভ মুহাম্মদ' (I Love Muhammad) র‍্যালির সময়কার সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যা উত্তর প্রদেশের রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করে।