New Update
/anm-bengali/media/media_files/j0z2OYkxXzKWFfUqvjIy.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে ভবন ধসের ঘটনায় বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা। ভিওয়ান্ডিতে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ জনে। এখনও উদ্ধার অভিযান চলছে। ঘটনার ২০ ঘন্টা পার করে একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এখনও ভবনের ভেতরে বেশ কয়েক জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবার আশঙ্কা করা হচ্ছে।
#UPDATE | Death toll rises to 4 in the Bhiwandi building collapse incident in Thane, Maharashtra. Further rescue operations are underway: Thane Municipal Corporation
— ANI (@ANI) April 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us