লোকসভা নির্বাচনঃ এবার ৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ দলের! বিরাট চমক

উত্তরাখণ্ডে লোকসভা নির্বাচনের জন্য আরও এক প্রার্থী তালিকা প্রকাশ করল বিএসপি।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মঙ্গলবার অর্থাৎ আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সূত্রে খবর, উত্তরাখণ্ডের পাঁচটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বহুজন সমাজ পার্টি (বিএসপি)।

ক্ল

জানা গিয়েছে, বিএসপি তেহরি গাড়োয়াল থেকে নিম চন্দ্র চুরিয়াল, পৌরি গাড়োয়াল থেকে ধীর সিং বিস্ত, আলমোড়া (এসসি) থেকে নারায়ণ রাম, নৈনিতাল উধম সিং নগর থেকে আখতার আলী মাহিগির এবং হরিদ্বার থেকে জামিল আহমেদকে প্রার্থী করেছে।

Add 1