সমাজবাদী পার্টিতে যোগ বিএসপি নেতার, হারবে বিজেপি!

আজ সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিএসপি নেতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লকন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ উত্তরপ্রদেশের লখনউয়ে দলের সভাপতি অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিএসপি নেতা তথা প্রাক্তন বিধায়ক শাহ আলম ওরফে গুড্ডু জামালি।

এই বিষয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, "আজ আমি শাহ আলম গুড্ডু এবং তাঁর সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি। 'সমুদ্র মন্থন'-এর মতো এবারের নির্বাচনেও থাকবে 'সংবিধান মন্থন'। আমরা খুশি যে আমাদের পিডিএ পরিবার প্রসারিত হচ্ছে এবং আমরা ২০২৪ সালের (লোকসভা নির্বাচন) বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে কাজ করব।" 

Add 1

cityaddnew

স

স