/anm-bengali/media/media_files/dqVFaLUHPGS9ebFoyUTd.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যেকোনও নির্বাচনের আগে দিয়ে তাঁর অবস্থান নিয়ে জোর চর্চা হয়। কেননা সেক্ষেত্রেও পিসি-ভাইপো জটিল সম্পর্ক ভীষণ চর্চিত হয় রাজনীতির অন্দরে। এবারের লোকসভা নির্বাচন যে হাইভোল্টেজ, তা প্রথম থেকেই ঘোষিত। আর সেক্ষেত্রেও নিজের অবস্থান ব্যক্ত করে ফের একবার চর্চায় চলে এলেন বিএসপি প্রধান মায়াবতী। এখনই ইন্ডিয়া জোটকে সমর্থন নয়, জানিয়ে দিয়েছেন মায়াবতী।
এরপরই সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “বিএসপি প্রধান মায়াবতী নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে যোগ দিতে অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে তিনি নির্বাচন-পরবর্তী জোট করবেন কিন্তু আজকের রাজনৈতিক পরিস্থিতি এমন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত বিরোধী দলকে একত্রিত হওয়া উচিত ছিল। নির্বাচনের পর, সরকার গঠনের সময় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসপি-র সেই সময় উপস্থিতি প্রয়োজন কিনা, তা সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোট”।
#WATCH | Congress leader Pramod Tiwari says "BSP chief Mayawati has refused to join the INDIA alliance, before the elections. She said that she would have a post-poll alliance but today's political scenario is such that all opposition parties should have come together to fight… pic.twitter.com/iuyFR3HE01
— ANI (@ANI) January 15, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us