মহিলা সংরক্ষণ বিল মহিলাদের জন্য 'প্রলোভন'! বিস্ফোরক মায়াবতী

বিএসপি সুপ্রিমো মায়াবতী মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে বড় মন্তব্য করেছেন।

author-image
SWETA MITRA
New Update
maya.jpg

নিজস্ব সংবাদদাতাঃমহিলাসংরক্ষণবিলনিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেনবিএসপিপ্রধানমায়াবতী (Mayawati)। তিনিবলেন, "এইবিলঅনুসারেআগামী১৫-১৬বছরেরমধ্যেদেশেমহিলাদেরসংরক্ষণদেওয়াহবেনা।বিলটিপাসহওয়ারপরতাতাৎক্ষণিকভাবেবাস্তবায়নকরাহবেনা।প্রথমত, দেশেএকটিআদমশুমারিপরিচালিতহবেএবংএরপরেআসনেরসীমানানির্ধারণকরাহবে।এদিকে আদমশুমারি করতেঅনেকসময়লাগে।এরপরে, কেবলএইবিলটিকার্যকরকরাহবে। ফলে এটাদিনের আলোর মতো স্পষ্টযেএইবিলটিমহিলাদেরসংরক্ষণদেওয়ারউদ্দেশ্যেআনাহয়নি।শুধুমাত্র আসন্ননির্বাচনেরআগেমহিলাদের প্রলোভন দেখাতে এই বিল আনা হয়েছে।“