NDA, INDIA-কে 'না', একাই লড়বেন মায়াবতী

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে লোকসভা নির্বাচনে একাই লড়াই করবেন বলে ঘোষণা করেছেন বিএসপি প্রধান মায়াবতী। তবে হরিয়ানা ও পাঞ্জাবে বিজেপি আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করবে বিএসপি বলে ঘোষণা করেছেন বসপা নেত্রী।

author-image
SWETA MITRA
New Update
maya.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘একলা চলো’ নীতি গ্রহণ করেছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। আজ বুধবার বিএসপি প্রধান মায়াবতী (Mayawati) এনডিএ এবং বিরোধীদের জোটের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘বিরোধী জোট ক্ষমতায় আষাঢ় স্বপ্ন দেখছে।‘

 

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে লোকসভা নির্বাচনে একাই লড়াই করবেন বলে ঘোষণা করেছেন বিএসপি প্রধান মায়াবতী। তবে হরিয়ানা ও পাঞ্জাবে বিজেপি আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করবে বিএসপি বলে ঘোষণা করেছেন বসপা নেত্রী।

 

মায়াবতী বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিরোধী দলগুলি ক্ষমতা পাওয়ার জন্য জোট গঠন করছে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, দলটি তাদের মতো বর্ণবাদী ও পুঁজিবাদী শক্তির সঙ্গে জোট করছে।

তিনি বলেন, ক্ষমতার বাইরে থাকলেই কংগ্রেস দলিত, অনগ্রসর ও দরিদ্রদের কথা স্মরণ করে। ক্ষমতায় থাকাকালীন বিজেপি বা কংগ্রেস কেউই কারো কথা ভাবে না। বিজেপি ২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিটি গরিব মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেওয়া হবে, কিন্তু তা পূরণ হয়নি।

 

মায়াবতী বিরোধী জোটকে একটি জোরপূর্বক জোট হিসাবে বর্ণনা করেছেন।