New Update
/anm-bengali/media/media_files/YWb9sIPxGN48kUxsKdl7.jpg)
নিজস্ব সংবাদদাতা: আপনাদের জন্য বিরাট অফার নিয়ে এল কেন্দ্র সরকারের অধীনস্থ টেলিকম সংস্থা বিএসএনএল। সংস্থার ভারত ফাইবার পরিষেবার নতুন প্ল্যান ফাইবার আল্ট্রা ওটিটি। ৩০০ এমবিপিএস স্পিডে মিলবে ৪০০০ জিবি ডেটা। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে আসবে ১৫ এমবিপিএস- এ। প্ল্যানে পাবেন আনলিমিটেড কলিং এবং ফ্রি ল্যান্ডলাইন কানেকশন। এমনকী হটস্টার জি ফাইভের মতো মোট ৭টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us