কাঁটাতার পেরিয়ে ফের ভারতে পাক ড্রোন! পাচারকারীদের ধরে ফেলল BSF

চোরাচালান করতে যাওয়াই কাল হল দুজনের। বড়সড় সাফল্য পেল বিএসএফ।

author-image
SWETA MITRA
New Update
BSFFSS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বড়সড় সাফল্য পেল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, পাঞ্জাবের অমৃতসরের ধানো কালান গ্রামের কাছে চোরাচালান কার্যকলাপ সম্পর্কে বিএসএফ পাঞ্জাবের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। এরপর ২৪ ডিসেম্বর দুপুর ১২.১৫ টার দিকে, একটি চাষের মাঠে দুই সন্দেহভাজন চোরাচালানকারীর গতিবিধি লক্ষ্য করা যায়, সাথে একটি পাকিস্তানি ড্রোনের মাধ্যমে কিছু একটা ফেলার শব্দ পান বিএসএফ জওয়ানরা।    হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো হেরোইনের একটি চালান এবং ৫২৫ গ্রাম ওজনের একটি সংযুক্ত আংটি নিয়ে পালানোর চেষ্টা করার সময় বিএসএফ জওয়ানরা উভয় পাচারকারীকে আটক করে। আটক চোরাকারবারিদের পরিচয় জানার পর তৃতীয় সহযোগীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।