পাচার হয়ে যাচ্ছিল কোটি কোটি টাকার সোনা, রুখে দিল BSF

এবার বড় ধরনের সোনা পাচার রুখল বিএসএফ।

author-image
SWETA MITRA
New Update
BSF S.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার সোনা পাচার রুখল বিএসএফ (BSF)। শুধু বিএসএফ বললে ভুল হবে, বিএসএফ-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে ডিআরআই। জানা গিয়েছে, বিএসএফ ও ডিআরআই যৌথ অভিযানে কর্ণাটকের বিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে ৮.৫০ কোটি টাকা মূল্যের ১৪.২৯৬ কেজি ওজনের মোট ১০৬টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। সেইসঙ্গে ২ পাচারকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।