New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে এক পাকিস্তানী নাগরিককে গ্রেপ্তার করলো বিএসএফ (BSF) । এই পাকিস্তানী নাগরিকের কাছ থেকে পাকিস্তানের একটি সরকারি আইডি কার্ড (ID CARD), টাকাপয়সা ও বেশকিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা ওই আইডি কার্ড (ID CARD) অনুযায়ী, ধৃতের নাম হল হুসনাইন।
/anm-bengali/media/media_files/2025/02/14/uCkd7pu0W47VMkNGjvQL.jpg)
এখন এই ব্যক্তি ভুল করে ভারত-পাকিস্তান সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল, নাকি সে কোনও বড় চক্রান্তকে সফল করার জন্য ভারতে প্রবেশ করেছিল, সেই বিষয়েই এই ব্যক্তিকে কড়া জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ (BSF) ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us