ফের সীমান্তে গরু পাচার, বড় সিদ্ধান্ত নিল BSF

গরু পাচারের অভিযোগকে ঘিরে এমনিতেই অশান্ত হয়ে রয়েছে রাজ্য।

author-image
SWETA MITRA
New Update
bsff.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সবার চোখের আড়ালে সীমান্ত দিয়ে পাচার হয়ে যাচ্ছিল গরু (Cattle Smuggling)। যদিও বিএসএফ (BSF)-এর জওয়ানরা তা অত্যন্ত তৎপরতার সঙ্গে রুখে দিয়েছেন। জানা গিয়েছে, মেঘালয়েরআন্তর্জাতিকসীমান্তথেকে৯৩টিগবাদিপশুউদ্ধারকরেদুষ্কৃতীদেরগরুচোরাচালানেরপ্রচেষ্টাসফলভাবেব্যর্থকরেছেবিএসএফমেঘালয়।পশ্চিমজৈন্তিয়াপাহাড়েরসীমান্তএলাকাদিয়েএসবগরুবাংলাদেশেপাচারকরাহচ্ছিল।বাজেয়াপ্ত হওয়াগবাদিপশুগুলোপরবর্তীপ্রয়োজনীয়ব্যবস্থাগ্রহণেরজন্যসংশ্লিষ্টথানায়হস্তান্তরকরাহয়েছেবলে জানানো হয়েছেবিএসএফমেঘালয়েরজনসংযোগকর্মকর্তা।