এবার ড্রোন দিয়ে ভারতে নজরদারি চিনের! চমকে গেল BSF

এবার বিস্ফোরক জিনিস পেলেন বিএসএফ-এর জওয়ানরা।

author-image
SWETA MITRA
New Update
drone punjab.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বড় রকমের সাফল্য পেল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, গতকাল ১৬ ডিসেম্বর, সন্ধ্যার সময়ে ড্রোন এবং মাদকদ্রব্যের উপস্থিতি সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ অমৃতসর (আর) জেলার ধানো খুর্দ গ্রামের উপকণ্ঠে একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এরপর তল্লাশি অভিযানের সময়ে যৌথ বাহিনী গ্রাম সংলগ্ন চাষের মাঠ থেকে    প্যাকেট হেরোইন যার ওজন আনুমানিক ৫৪৫ গ্রাম এবং প্যাকেটের সাথে দড়ি দিয়ে বাঁধা একটি হুক উদ্ধার করে। উদ্ধার হওয়া ড্রোনটি একটি কোয়াডকপ্টার। এটি চিনে তৈরি বলে জানিয়েছে বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার।