File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে ২৭ বছর বয়সী ছাত্র মো. ইরশাদকে তাঁর চাচা মুবারক, চাচীর স্ত্রী রেহানা খাতুন, তাঁদের ছেলে ইস্তিয়াক এবং এক ১৫ বছরের কিশোর মিলে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর পুলিশ অভিযানে নেমে রেহানা খাতুন ও ওই নাবালককে আটক করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Delhi | A 27 year old student, Md. Irshad was allegedly stabbed to death by his uncle Mubarak, his wife Rihana Khatoon, their sons Ishtiyaq and a 15-year-old minor on Friday morning. The minor and Rihana Khatoon have been apprehended by the police. Case has been registered under…
— ANI (@ANI) December 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us