/anm-bengali/media/media_files/PjAJk5ypgZgGsNhxY9ha.jpg)
নিজস্ব সংবাদদাতা : কথা ছিল তেলেঙ্গানায় সরকার গঠন করলেই, তেলেঙ্গানার প্রত্যেক মহিলাকে মাসিক ২৫০০ টাকা করে দেবে কংগ্রেস সরকার। তেলেঙ্গানায় সরকার গঠন হলেও, প্রতিশ্রুতি কিন্তু এখনও পূরণ করে উঠতে পারেনি তেলেঙ্গানার কংগ্রেস সরকার। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই বড় সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে. ভি. কবিতা। তিনি বলেন, ''আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, তারা রাজ্যের প্রতিটি মহিলাকে মাসিক ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করুক। আমরা চাই, এই প্রকল্প অবিলম্বে চালু করা হোক।" এছাড়াও তিনি বলেন, ''আমরা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকে পোস্টকার্ড পাঠাচ্ছি, যাতে ৮ই মার্চ থেকে এই প্রকল্প চালু করা হয়। আমাদের ১০,০০০ কর্মী বিভিন্ন গ্রামে গিয়ে পোস্টকার্ড সংগ্রহ করবেন এবং সেগুলো সোনিয়া গান্ধীকেও পাঠানো হবে।"
#WATCH | Hyderabad | BRS leader K Kavitha says, "Today, Telangana Jagruthi demands from the Congress govt that it fulfil its promise that it will give Rs 2500 to every woman in the state. We are demanding that this scheme be implemented immediately. We are sending postcards to CM… pic.twitter.com/pA23qdIshx
— ANI (@ANI) March 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us