ওবিসি সংরক্ষণ বিলে বিজেপির অনুমোদন চাই ! বড় দাবি করলেন বিরোধী দলের নেত্রী

ওবিসি সংরক্ষণ ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে।

author-image
Debjit Biswas
New Update
BJP Flag

নিজস্ব সংবাদদাতা : আজ তেলেঙ্গানা বিধানসভায় ওবিসি সংরক্ষণ বিল পাস হওয়ার পর, বিআরএস নেত্রী কে কবিতা কেন্দ্রের বিজেপি সরকারকে, দ্রুত এই বিলে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "ওবিসি সংরক্ষণ বিল এই রাজ্যের ওবিসিদের ক্ষেত্রে ৪২% সংরক্ষণ নিশ্চিত করবে। আমরা দাবি করছি, বিজেপি যেন অবিলম্বে এই বিলে রাজ্যপাল ও রাষ্ট্রপতির সম্মতি প্রদান করুক।"

7tf

তিনি আরও বলেন, "তেলেঙ্গানার ওবিসি সম্প্রদায় দীর্ঘদিন ধরেই এই বিষয়ে আন্দোলন করছে, এবং আমরা তাদের পাশে রয়েছি। এখন বিজেপির হাতে এই সিদ্ধান্ত, তাই আমরা চাই তারা যেন দ্রুত এই বিলে অনুমোদন দেয়।"