New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) বিল পাশের দাবিতে ৭২ ঘণ্টার অনশন কর্মসূচির ঘোষণা করেছেন বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) নেত্রী কে. কবিতা। এই বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে তার অভিযোগ এই যে, কংগ্রেস ওবিসিদের জন্য ৪২ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। আজ এই বিষয়ে এক টুইট বার্তায় তিনি লেখেন,''আমরা ওবিসি বিল পাশের দাবিতে ৭২ ঘণ্টার অনশন কর্মসূচির ঘোষণা করেছি। কংগ্রেস ওবিসি সংরক্ষণকে ৪২ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে এই অনশন চলবে ৭ই আগস্ট সকাল ১০টা পর্যন্ত।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/HbHSEKJB99eDzV42jP15.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us