New Update
/anm-bengali/media/media_files/2lgYP22SQfjMH5FHEK1Z.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ তিহার জেলে বিআরএস নেত্রী কে কবিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
BRS leader K Kavitha, who is lodged in Tihar Jail, has been admitted to DDU Hospital after a deterioration in her health: Tihar Jail Officials
— ANI (@ANI) July 16, 2024
(file pic) pic.twitter.com/UzFuWK0iJ7
এক আধিকারিক জানিয়েছেন, "শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
প্রসঙ্গত, দিল্লির মদ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত ১৫ মার্চ হায়দরাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us