/anm-bengali/media/media_files/iwdZsCL12ba17HPTiTeg.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করলেন বিআরএস (BRS) নেত্রী কে. কবিতা। তিনি বলেন,''আজ তেলেঙ্গানায় কংগ্রেস সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। মাত্র ১৮ মাসের মধ্যে তারা সমস্ত স্তরের মানুষের সমর্থন হারিয়েছে। তবু তারা আজ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, যা তেলেঙ্গানার মানুষ বুঝতেই পারছেন না।”
এরপর বিজেপিকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, “বিজেপিও শুধু স্বপ্ন দেখছে, আর কংগ্রেসও স্বপ্ন দেখছে। কিন্তু বিআরএস (BRS) একমাত্র দল, যারা সবসময় মানুষের পাশে থেকেছে। আর তাই আমরাই আবার ক্ষমতায় ফিরব।”
#WATCH | Hyderabad: BRS leader K Kavitha says, "Today, Congress Govt has utterly failed in Telangana. In a short span of 18 months, they have failed every section and failed to address everybody. They are hoping to come back to power, which is really something that people of… pic.twitter.com/a9Q17g0KVX
— ANI (@ANI) July 6, 2025