BREAKING : ট্রাম্পের হস্তক্ষেপ মূল্যহীন ! এবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন

কি বললেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন ?

author-image
Debjit Biswas
New Update
Donald Trump

নিজস্ব সংবাদদাতা - এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন। তিনি বলেন,''আগে ট্রাম্প নিজেই বলেছিলেন, তিনি কাশ্মীর সমস্যা নিয়ে আগ্রহী নন, এখন হঠাৎ করেই তিনি এই বিষয়ে মধ্যস্থতা করতে চাইছেন।''

HEMANT MAHAJAN

এরপর তিনি বলেন,''ইউক্রেন-রাশিয়া বা হামাস-ইসরায়েল প্রসঙ্গে তার মধ্যস্থতা কেউই শেষ পর্যন্ত মানেনি। যদি আমেরিকা সত্যিই ভারতের বন্ধু হয়, তাহলে প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য, উন্নত প্রযুক্তি ও ড্রোন দিয়ে ভারতের সাহায্য করুক।''