/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুম্বাইয়ের কস্তুরবা মার্গ থানা এলাকায় সদ্য ২৯ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা করার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করে কস্তুরবা মার্গ থানার পুলিশ। এবার এই ঘটনায় পুলিশের তরফে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, ২৯ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়। তারপরেই তাকে চোর সন্দেহে পেটানো হয়। যার ফলে মৃত্যু হয় ওই যুবকের।
Four persons detained for allegedly beating to death a 29-year-old man on suspicion of theft in the Kasturba Marg police station area. Further investigation underway: Mumbai Police
— ANI (@ANI) May 25, 2023