ব্রেকিং: সিল্ক্যারা টানেল খনন অভিযান ফের কবে শুরু হবে? জানানো হল, ততক্ষণ ভেতরেই থাকতে হবে শ্রমিকদের!

ভেঙে গিয়েছে মেশিন। সিল্ক্যারা টানেল খনন অভিযান ফের কবে শুরু হবে? জানানো হল।

author-image
Aniket
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: মেশিন ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে সিল্ক্যারা টানেল খনন অভিযান। এবার এই অভিযান কবে পুনরায় শুরু হবে সেই বিষয়ে জানালেন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ, আর্নল্ড ডিক্স। তিনি জানিয়েছেন, আগামীকালের মধ্যে মেশিন পুনরায় চালু হবে। তিনি বলেছেন, "আমরা শ্রমিকদের ফিরে আসার জন্য পথ খুঁজে পাওয়ার থেকে মাত্র কয়েক মিটার দূরে। তবে শ্রমিকরা নিরাপদ। অগার মেশিনটি ভেঙে গিয়েছে, এটি মেরামত করা হচ্ছে এবং এটি আগামীকাল ব্যাক আপ করা উচিত। ড্রিলিং মেশিন তিনবার ভেঙে গিয়েছে"। ফলে আগামীকাল পর্যন্ত শ্রমিকদের টানেলের ভেতরেই থাকতে হবে বলে জানা যাচ্ছে।  

hiring 2.jpeg