ব্রেকিং: 'বিজেপির নয়, কংগ্রেসের ও অন্য দলের জয়!'- জানিয়ে দেওয়া হল

তেলেঙ্গানায় বিজেপি নয় কংগ্রেস বা বিআরএস জয় পাবে বলে জানিয়ে দিলেন মনোজ ঝা। 

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গনা নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তেলেঙ্গানায় বিজেপি নয় কংগ্রেস বা বিআরএস দলের জয়ের সম্ভাবনা বেশি বলে জানিয়ে দিয়েছেন মনোজ ঝা। গতকাল তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই বার্তা দিয়েছেন মনোজ ঝা। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী যখন নির্বাচনী প্রচারে কোথাও যান, তখন তাঁর মনোভাব সম্পূর্ণ বদলে যায়। যে কোনও রাজ্যে, একটি সরকার প্রতিবার নির্বাচিত হয়, যেমন বিআরএস গতবার নির্বাচিত হয়েছিল। এবার হয়তো বিআরএস বা কংগ্রেস নির্বাচিত হবে। এটা জনগণের পছন্দ, তিনি তাদের পছন্দের বিষয়ে মন্তব্য করছেন"।