New Update
/anm-bengali/media/media_files/Ht0CHpezgP2QOES0ibpa.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গনা সফরে পৌঁছেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
হায়দ্রাবাদে হয়েছে এই সাক্ষাৎ অনুষ্ঠান। কেন্দ্রের আমলা বিষয়ক আইন পাশ হওয়ার বিরুদ্ধে শক্তিশালী জোট গঠন করতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তাই তিনি বর্তমানে দেশের সবকটি অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। যাতে পার্লামেন্টে বিলটির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা যায়। এই বিষয়ে আলোচনার জন্য ইতিপূর্বেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
Delhi CM and AAP national convenor meets Telangana CM and BRS chief K Chandrashekar Rao in Hyderabad. pic.twitter.com/LTsfnrwBQa
— ANI (@ANI) May 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us