/anm-bengali/media/media_files/RhvJFAcoChX9Irsa8ak7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তন করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। সদ্য নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর জাদুঘর করা হয়েছে। এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল খেলা ঘুরিয়ে দিয়ে মোদীকে নিশানা করে বলেছেন "জওহরলাল নেহেরু ভারতের জনগণের হৃদয়ে বাস করছেন। পুরো নাম পরিবর্তন করা প্রতিহিংসার রাজনীতির অংশ"। উল্লেখ্য, ইতিপূর্বেই একাধিক কংগ্রেসের নেতা ও নেত্রীরা নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছেন।
#WATCH | Congress General Secretary KC Venugopal on renaming of Nehru Memorial Museum as Prime Ministers' Museum
— ANI (@ANI) August 16, 2023
"Jawaharlal Nehru is living in hearts of the people of India...To change entire names is part of vendetta politics.." pic.twitter.com/A4UILpT8kv
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us