/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় বিজেপি দাবি করেছে 'মোদী হে তো মুমকিন হে'। তবে এবার খেলা ঘুরিয়ে লোকসভা নির্বাচনের মাত্র ৬ মাস আগে বিলটি পেশ করায় এবার বিজেপিকে নিশানা করলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তিনি বলেছেন, "আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে। কিন্তু এই বিল আনতে সরকার বিলম্ব করেছে। লোকসভা নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি। এই ৬ মাস এবং ইন্ডিয়া ব্লকের শক্তি দেখে সরকার এই বিল আনে। এটা একেবারেই রাজনৈতিক"।
#WATCH | Delhi: On Women's Reservation Bill passed in Lok Sabha, Samajwadi Party MP Dimple Yadav says, "I want to congratulate everyone. A historic bill has passed. But there has been a delay by the government in bringing this bill. There are only six months in the (Lok Sabha)… pic.twitter.com/n2qgInROwY
— ANI (@ANI) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us