/anm-bengali/media/media_files/ghiQGpG6UP54NEDzZutF.jpg)
নিজস্ব সংবাদদাতা: নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের সমালোচনার সম্মুখীন হচ্ছে কেন্দ্র সরকার। কংগ্রেস সহ ১৯ টি বিরোধী দল কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। এবার নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন আসামের মন্ত্রী তথা আসামের গণ-পরিষদের সভাপতি অতুল বোরা। তিনি দাবি করেছেন, বিরোধীরা তুচ্ছ রাজনীতি করছে। তিনি বলেন, "এটা বিরোধীদের সম্পূর্ণ অগণতান্ত্রিক মনোভাব। এটা তুচ্ছ রাজনীতি। আমি সমস্ত রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আবেদন করছি"। উল্লেখ্য, দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আবেদন জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশের ১৯ টি বিরোধী দল। যার মধ্যে রয়েছে কংগ্রেস, সিপিআই, টিএমসি, শিবসেনা ও ডিএমকে-এর মত বড় দলগুলি।
This is a totally undemocratic attitude of the opposition. This is petty politics. I appeal to all political parties to take part in the inaugural ceremony: Atul Bora, President of Asom Gana Parishad and Assam minister on opposition parties boycotting the inauguration of the new… pic.twitter.com/iuLoefJs8f
— ANI (@ANI) May 25, 2023