/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এবার এই হামলার বিষয়ে বিস্তারিত জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, শোপিয়ানে ৩ জন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আহত ব্যক্তিরা হলেন আনমোল কুমার, পিন্টু কুমার ঠাকুর এবং হেরালাল যাদব। আহতরা সকলেই বিহারের সুপল জেলার বাসিন্দা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসী হামলায় যুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।
J&K | Terrorists fired upon three outside labourers in Shopian. The injured persons are Anmol Kumar, Pintu Kumar Thakur and Heralal Yadav, all residents of District Supaul, Bihar, being shifted to the hospital. Cordon being launched: Kashmir Zone Police https://t.co/lBYvr33drP
— ANI (@ANI) July 13, 2023