New Update
/anm-bengali/media/media_files/u4QJ4xIveViAXW7W53Cw.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিবৃতি জারি করে বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত জানালো 'গো ফার্স্ট'। আগামী ২২ জুন পর্যন্ত 'গো ফার্স্টে'র বিমান পরিষেবা বন্ধ থাকবে। কর্ম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। যাত্রীরা প্রয়োজনে নিজেদের মতামত জানাতে পারবেন 'গো ফার্স্টে'র উপভোক্তা দফতরে।
Due to operational reasons, Go First flights until 22nd June 2023 are cancelled. pic.twitter.com/xVvP9DUqHo
— ANI (@ANI) June 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us