ব্রেকিং: পাচার রুখতে বড় সাফল্য এসটিএফ-এর

পাচার রুখতে বড় সাফল্য পেল এসটিএফ। উদ্ধার বহুমূল্য চিতাবাঘের চামড়া। 

author-image
Aniket
26 May 2023
ব্রেকিং: পাচার রুখতে বড় সাফল্য এসটিএফ-এর

নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় পাচার রুখতে বড় সাফল্য পেল ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্স। তিনটি বহুমূল্য চিতাবাঘের চামড়া উদ্ধার করেছে এসটিএফ। ওড়িশার রায়গাদা জেলায় অভিযানের সময় চিতাবাঘের চামড়াগুলিকে উদ্ধার করেছে এসটিএফ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ডম্বরুধর মাঝি। ধৃতের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। আরও তদন্ত শুরু করেছে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্স।