New Update
/anm-bengali/media/media_files/J4BU5cG5PyMkBbLbitZT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশ রাজ্যের কাউন্সিল হরদ্বার দুবের মৃত্যুর পর থেকে উপনির্বাচনের জল্পনা শুরু হয়েছিল। এবার জল্পনার অবসান ঘটিয়ে উপ-নির্বাচন করার দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন হরদ্বার দুবের মৃত্যুর পর শূন্যপদ পূরণের জন্য ১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ থেকে রাজ্যের কাউন্সিলের উপ-নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫ টার পর হবে ভোট গণনা।
Election Commission of India has decided to hold a by-election to the Council of States from Uttar Pradesh on 15th September to fill up vacancy following the demise of Hardwar Dubey. pic.twitter.com/Johky2w3Y9
— ANI (@ANI) August 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us