/anm-bengali/media/media_files/e5bgC5CqxkFzw7cbLtaL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মিহির ভোজের মূর্তি উন্মোচন নিয়ে গুজ্জর এবং রাজপুত সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে এবার কাইথল জেলার বিজেপির বেশ কয়েকজন সদস্য দল থেকে পদত্যাগ করেছেন। হরিয়ানার বিজেপির কিষাণ মোর্চার সদস্য সঞ্জীব রানা এই বিষয়ে বলেছেন, "আমাদের লোকেরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল কিন্তু প্রশাসন ইচ্ছাকৃত ভাবে আমাদের ওপর লাঠিচার্জ করেছে। আমরা শুধু দাবি করছিলাম যে, আমাদের মহান নেতা মিহির ভোজের নতুন মূর্তির নাম হিন্দু সম্রাট রাখা হোক। আমরা কাউকে রাজপুত বা গুজ্জর লিখতে বলিনি, আমরা শুধু তাদের হিন্দু সম্রাট লিখতে বলেছি। বিজেপির সমস্ত রাজপুত নেতারা তাদের পদত্যাগপত্র হরিয়ানার রাজ্য সভাপতি ওম প্রকাশ ধনখরের কাছে পাঠিয়েছেন। আমরা বিজেপির সমস্ত পদ থেকে গণ-ইস্তফা দিয়েছি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর আমাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত বিজেপির সাথে আমাদের কোনও যোগাযোগ থাকবে না"।
#WATCH | Haryana | Several members of BJP from Kaithal district, tendered resignation from the party after tension prevailed between the Gujjar and Rajput communities over the statue unveiling of Mihir Bhoj.
— ANI (@ANI) July 22, 2023
Sanjeev Rana, BJP Kisan Morcha, says "Our people were peacefully… pic.twitter.com/r2LvefR3n0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us