New Update
/anm-bengali/media/media_files/FaZjOpkebeSg5AtUqfie.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ক্রমশই চিন্তার কারণ হয়ে উঠছে গুজরাট জুড়ে। ইতিমধ্যেই 'বিপর্যয়ে'র প্রভাবে বিপর্যয় আসতে শুরু করেছে গুজরাটে। এবার গুজরাটের নবসারি জেলায় 'বিপর্যয়ে'র প্রভাবে সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন গুজরাটের নবসারি জেলায় বন্ধ থাকবে সমস্ত স্কুল। নবসারি জেলা কালেক্টর একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছেন। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।
Gujarat | All schools in Navsari district to remain closed on 16th June in the wake of #CycloneBiparjoy, District Collector issues a notification.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us