ব্রেকিং: তৃতীয় বারের মত শিক্ষা রাহুল গান্ধীর, সাতসকালে বিশাল খবর

রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 

author-image
Aniket
New Update
one nation rahul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবার রাহুল গান্ধীকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন।

Go First: Jyotiraditya Scindia Says 'Prudent To Wait For Judicial Process  To Run Its Course'

তিনি বলেছেন, "কয়েকটি দল অস্থির হয়ে উঠছে কারণ, এখন ভারত বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে উজ্জ্বল হচ্ছে। কিছু লোকের নিজের উন্নতির পরিবর্তে অন্যকে হেয় করার মানসিকতা থাকে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত একটি সফল জি-২০ আয়োজন করেছে। বিশ্ব নেতারা 'ভারত দর্শন' করেছেন এবং এর আর্থিক ও আধ্যাত্মিক শক্তি দেখেছেন। ক্ষুদ্র মানসিকতার কিছু দল সফল জি-২০ দেখে ঈর্ষান্বিত এবং বিদেশের মাটিতে এর সমালোচনা করেছে। ভারতের মানুষ এটা স্বীকার করেছে এবং তৃতীয়বারের মতো তাদের শিক্ষা দেবে”।